Thursday, September 17, 2015

নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ওহাবীগণ কর্তৃক - আলা হযরত(রাদ্বিয়াল্লাহু আনহু) ও শাহ ওলী উল্লাহ (আলাইহির রহমত) সাহেবদ্বয়ের কিতাবকে জালিয়াতিকরণ:

নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ওহাবীগণ কর্তৃক ইমাম আহমদ রেজা খাঁন (রাদ্বিয়াল্লাহু আনহু) ও শাহ ওলী উল্লাহ (আলাইহির রহমত) সাহেবদ্বয়ের কিতাবকে জালিয়াতিকরণ আ’লা হযরত প্রণীত কিতাব- "আয যুবদাতুয যাকিয়্যা ফি তাহরিমে সিজদাতিত তাহিয়্যা" পরিচিত নাম হুরমতে সিজদায়ে তা’জিম- ১১৩ পৃষ্ঠা-
آج کل حضرات اولیاۓ کرام کے نام سے بہت کتابیں نظم ونثر ایسی ہی شائع ہو رہی ہیںـ  ع پس بہر دستے نباید دا ددست :
یہ چال بعض علما‍‌ء کے ساتھ بھی چلی گۓ ہے:
ایک کتاب عقائد امام احمد رضی اللہ تعالی عنہ کے نام سے چھپی جس سے وہ ایسے ہی بری ہیں جیسا اس کا مفتری حیا ودیانت سے: شاہ ولی اللہ صاحب کی مشھور کتابوں میں وہابی کش دفتر دیکھ کر کسی وہابی نے ان کے نام
سے ایک کھڑی اور چھاپی گئ ہے
 
অর্থাৎ ‘আজকাল পদ্যে ও গদ্যে আউলিয়ায়ে কেরামের নামে অনেক কিতাবাদী এমনিভাবে প্রকাশ করা হচ্ছে প্রবাদ...
এ ধরনের ষড়যন্ত্র অনেক উলামায়ে কেরামের বেলায়ও চালানো হয়েছে।
একটি আকাঈদ বিষয়ক কিতাব ইমাম আহমদ রেজা (রাদ্বিয়াল্লাহু আনহু)এর নামে মুদ্রিত হয়েছে। যাতে- এমন মন্দ কিছুর সমাবেশ ঘটানো হয়েছে,যেমনটি করতে গিয়ে অপবাদ আরোপকারী হায়া-লজ্জা থেকে অনেক দূরে সরে গিয়েছে।
শাহ ওলী উল্লাহ সাহেবের প্রসিদ্ধ গ্রন্থাবলীতে ওহাবী ভ্রান্ত মতবাদের বিবরণ দেখে কোন চালাক ওহাবী তার নামেও পাণ্ডুলিতি তৈরি করে ও ছাপিয়ে প্রকাশ করে দেয়।’

শাহ ওলী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (আলাইহির রহমত) এর লিখিত (قاصيدة اطيب النغم) কাসিদায়ে আতইয়াবুন নগম’ এর উর্দূ অনুবাদক ‘আল্লামা পীর মোহাম্মদ করমশাহ আজহারী সাহেব’ এর কিতাবের ভূমিকার ১৪ পৃষ্ঠায় উল্লেখ করেন-
اپ کی تاریخ ساز شخصیت اور حیات آفریں کار ناموں کے باعث آپ کی شھرت ملک کے گوشہ گوشہ میں پہنچ گئ تھی ہر شخص آپ کو ادب واحترام کی نظر سے دیکھا کرتا تھا ـ آپ کی خداداد مقبولیت سے ناجائز فائدہ اٹھا تے ہوۓ بعض بدمذھبوں نے خود کتابیں تالیف کیں جن میں اپنے عقائد باطلہ کو بیان کیا اور اہلسنت کے عقائد حقہ پر طعن و تشنیع کی حد کردی پھر ان کتابوں کو حضرت شاہ صاحب کی طرف منسوب کردیا تاکہ اں کے نام کی وجہ سے ان کھوٹے سکوں کو بھی لوگ آنکھیں بند کرکے قبول کرتے جائیں ـ ان کتب میں جو تصنیف کر کے آپ کی طرف منسوب کی گئیں درح ذیل
(۱) البلاغ المبین (۲) تحفۃ الموحدین (۳) قرۃ العینین فی ابطال شھادۃ الحسين (۴) الجنۃ العالیۃ فی مناقب المعاویۃ خاص طور پر قابل ذکر ہیں ـ علماء محققین نے پوری تحقیق کے بعض یہ ثابت کیا ہے کہ ان کی نسبت حضرت شاہ صاحب کی طرف محض جھوٹ ہے
অর্থাৎ ‘শাহ ওলী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রাদ্বিয়াল্লাহু আনহু) একজন ঐতিহাসিক মহান ব্যক্তিত্ব। তার ঐ ঐতিহাসিক অবদানের দরুন দেশের প্রতিটি আনাছে কানাছে তার সুনাম প্রসিদ্ধি লাভ করেছে।দেশের প্রতিটি লোক তাঁকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের নজরে দেখে থাকেন।লোক সমাজে তাঁর খোদাপ্রদত্ত গ্রহণযোগ্যতা দেখে অনেক বাতিলপন্থীরা ফায়দা লুটার জন্য তারা নিজেরাই গ্রন্থ সংকলন করে, নিজেদের বাতিল আক্বিদা সংযোজন করতঃ আহলে সুন্নাতের সঠিক আক্বিাদার উপর ধিার গন্থিভুক্ত করে দেয়।অতঃপর শাহ ওলী উল্লাহ সাহেবের দিকে সম্পর্কিত করে দেয়। যাতে তাদের দূরভিসন্ধিকে সমাজে লোকজন অন্ধভাবে গ্রহণ করে নেয়। সে সমস্ত গ্রন্থাবলী তাঁর নামে সম্পর্কিত করে প্রণীত হয়েছে ঐ সমস্ত গ্রন্থের নাম নিম্নরূপ-

১. আল বালাগুল মুবিন।

২. তুহফাতুল মুয়াহহিদীন।

৩. কুররাতুল আইনাইন ফি ইবতালে শাহাদাতিল হোসাইন।

৪. আল জান্নাতুল আলীয়া ফি মানাকিবে মুয়াবিয়া।

এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন মুহাক্কিক আলেমগণ পূর্ণ তাহকিক বা বিশ্লেষণ করে এটাই প্রমাণ করেছেন যে, এ সব খণ্ড শাহ ওলী উল্লাহ সাহেবের লিখা নয়।শাহ ওলী উল্লাহ সাহেবের যে নাম দেওয়া হয়েছে,।তা মিথ্যা বৈ কিছু নয়।

No comments:

Post a Comment