Friday, October 2, 2015

সিরাতে মুস্তাকিম কিতাব এর বাতিল আক্বিদা স্ক্যানিং সহ - ০১

"নামাযের মধ্যে নবীয়েপাকের খেয়াল করা গরু-গাধার খেয়ালে ডুবে থাকার চেয়েও খারাপ এবং তাঁকে নামাযের মধ্যে তা’জিমের সঙ্গে খেয়াল করা শিরক।"
(সৈয়দ আহমদ বেরলভীর বাণী, ইসমাঈল দেহলভীর লিখিত ‘সিরাতে মুস্তাকিম' পৃষ্ঠা- ১৬৭)
[স্ক্যানিং প্রদত্ত করা হলো]
(কেরামত আলী জৈনপুরীর লিখিত ‘জখিরায়ে কেরামত’ পৃষ্ঠা- ১/২৩১, বাংলা জখিরায়ে কেরামত ১ম খণ্ড ২৯ পৃষ্ঠা দ্র:)
(মাও: ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী 'সৈয়দ আহমদ বেরলভীর জীবনী' গ্রন্থের (২য় সংস্করণ ৬৭/৭১/৭২ পৃষ্ঠায় সিরাতে মুস্তাকিম কিতাবকে হেদায়তের কিতাব বলে সার্টিফাই করা হয়েছে)

ইসলামী আক্বিদাঃ

নামাযের বৈঠকে তোমার কলব বা অন্তরে হুজুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তাঁর পবিত্র দেহাকৃতিকে হাজির করে বলবে "আস-সালামু আলাইকা আইয়ুহান্নাবীউ ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু" অর্থাৎ আল্লাহর হাবীবকে তা’জিমের সাথে খেয়াল করে সালাম পেশ করবে।কেননা আল্লাহর হাবীবের তা’জিমই আল্লাহর বন্দেগী।
(ইমাম গাজ্জালী রাদ্বিয়াল্লাহু আনহু'র কৃত এহইয়ায়ে উলুমিদ্দিন-১/৯৯ পৃষ্ঠা)

সুতরাং নামাযে আল্লাহর হাবীবের তা’জিম ও খেয়াল করাকে শিরকের ফতওয়া দেওয়া সাহাবায়ে কেরামসহ সমস্ত মুসলমানগণকে মুশরিক বানানোর পায়তারা বৈ কিছুই নয়।

No comments:

Post a Comment